“Microsoft Basic to Advance Excel-Course”
কাদের জন্য এবং কেন ?
প্রতিটি জব সার্কুলেশনে ও চাকুরীর ইন্টারভিউতে Advance Excel এর কাজ জানার উপর গুরুত্ব দেওয়া হয়। কর্মক্ষেত্রে Sales, Cost, CRM, Accounts, HR সহ যাবতীয় Data Management এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় MS EXCEL । এটি সবচেয়ে সহজলভ্য ও বহুল Spreadsheet Application, পেশাগত দক্ষতা বাড়াতে যার বিকল্প নেই।
Advanced Excel
আমাদের Advanced MS Excel Training কর্মক্ষেত্রে আপনার সময় ও শ্রম বাঁচাবে বহুগুন । ডাটা এনালাইসিস, রিপোর্টিং, প্রেসেন্টেশনের জন্য জানা দরকার MS EXCEL এর Advance Knowledge। তাই ব্যবসায়ী , চাকুরিপ্রার্থী ও চাকুরীজীবি সবারই প্রয়োজন MS EXCEL শিখায় কিছু মূল্যবান সময় “বিনিয়োগ” করা।
“Microsoft Excel Basic to Advance ” training with an Microsoft certified solution Associate.
?প্রশিক্ষক : ফখরুল আবেদীন ও জুনায়েদ হোসাইন, দুজনেই হচ্ছেন :-,
▶️Microsoft certified solution associate ?
Microsoft Excel এর Basic এবং Advance এ দুটোর Content নিয়েই ১ মাস ব্যাপী বা ৮ টি ক্লাসের সর্ব মোট ২৪ ঘন্টার এই Course টি Design করা হয়েছে। তাই Student বা Professional যে কেউই এই Course টি করতে পারবেন।
এই Course এ MS Excel এর যে সকল বিষয় শিখবেনঃ
? Day-01: Getting Started with Microsoft® Excel® 2016
? Day-02: Excel Workbook Management
? Day-03: Formatting Data
? Day-04: Orientation with Excel
? Day-05: Advance Functions (IF, IFS, VLOOKUP,HLOOKUP)
? Day-06: Advance Tools & Big Data Management(TABLE,SLICE)
? Day-07: Data Review & Automation by Excel(Pivot Table, Pivot Chart)
? Day-08- Advance Charts (Developer & Macro’s)
যারা এই Course এ অংশগ্রহন বা রেজিস্ট্রেশন করতে পারবেনঃ
? যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী
? যে কোন প্রফেশনাল বা যারা এখনও চাকুরীর সন্ধান করছেন
? অথবা যে কেউ যাদের Computer ব্যবহারের প্রাথমিক ধারনা আছে।
কোর্স ফী :
1) Basic to Advance MS Excel (Full Course)
▶️ BDT 6,000/- (Only) (৮ দিন ,প্রতিদিন ২.৫ ঘন্টা করে মোট ২০ ঘন্টা)
বুকিং ফি হবে অগ্রিম
(আসন সংখ্যা আটটি )
Be professional , Give more time to yourself.
? for Admission and Any Query Call us: +8801704-158953, 01701-808179